Asia Cup 2022: এশিয়া কাপের সুপার ফোরের খেলা, Pakistan vs Afghanistan ম্যাচ। পাকিস্তান টসে জিতে আফগানিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠায়। প্রথমে ব্যাট করে আফগানিস্তান নির্ধারিত কুড়ি ওভারে ১২৯ রান তুলতে সক্ষম হয়। আফগানিস্তানের হয়ে Ibrahim Zadran ৩৫, Hazratullah Zazai ২১, Rashid Khan ১৮ রান করে
জবাবে পাকিস্তান ১৩০ রানের লক্ষ্য মাত্রা নিয়ে ব্যাট করতে নামে । শুরুতেই ক্যাপ্টেন Babar Azam এবং Fakar Zaman এর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান।
Rizwan এবং Iftikhar Ahmed কিছুটা লড়াই করলেও শেষ রক্ষা হয়নি। আফগান বোলারদের কাছে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাক ব্যাটিং লাইনআপ। শেষের দিকে কিছুটা আশার আলো দেখায় Shadab Khan এর ব্যাটিং। ৩৬ রানের একটি ঝকঝকে ইনিংস খেলে shadab।
শেষ ওভারে পাকিস্তানের প্রয়জন ১ ওভারে ১১ রান, হাতে আর একটি মাত্র উইকেট। ক্রিজে রয়েছে সদ্য অভিষেক হওয়া বোলার Nashim Shah। ওপর দিকে আফগান ক্যাপ্টেন মোহাম্মদ নবী শেষ ওভারের জন্য বল তুলে দেয় ফাজালহাক ফারুকীর হাতে । পরপর দুই বলে দুটি ছক্কা মেরে ম্যাচ পকেটে পুরে নেয় নাসিম শাহ। পাকিস্তানকে ফাইনাল খেলার জন্য আরও এক ধাপ এগিয়ে দেয়।
এখন চর্চায় নাসিম শাহ। পাকিস্তানের হয়ে এশিয়া কাপে ভারতের বিপক্ষে তার অভিষেক হয়। প্রথম বলে নাসিম কে এল রাহুলকে ক্লিন আউট করে এবং রীতিমত ভারতীয় ব্যাটিংকে চাপে রাখে। শাহীন আফ্রিদির অনুপস্থিতিতে তার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় এবং অনবদ্য ভূমিকা পালন করে।
শেষ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে তার দুটি ছক্কা ম্যাচের রং বদলে দেয়। নাসিম জানান আমি যখন ব্যাট করতে আসি তখন আমার বিশ্বাস ছিল আমি ছক্কা মারতে পারবো। এবং আমি কার্যকর করতে পেরেছি। আমি ব্যাটিং নিয়ে অনেক অনুশীলন করেছি, আমার কোচিং স্টাফরা অনেক সাহায্য করেছে। কখন কোন ম্যাচে কি পরিস্থিতি আসবে কেউ জানে না। আমাদের বোলাররা ব্যাটিং নিয়ে যথেষ্ট অনুশীলন করেছে। আমি জানতাম ৯ উইকেট পড়ে যাওয়ার পর কেউ তোমাকে বলবে না যে ম্যাচ জিতুক। কিন্তু আমি ভেঙে পড়িনি, আমি বিশ্বাস করতাম আমি ছক্কা মারতে পারবো। আমার বিশ্বাস আমাকে সফলতা এনে দিয়েছে।
শেষ ওভারে ক্যাপ্টেন বাবর আজমকে খুব নার্ভাস দেখাচ্ছিল। নাসিমের দক্ষতা বাবরকে জাভেদ মিয়াঁদাদ এর স্মৃতি জাগিয়ে তোলে। ১৯৮৬ সালে অস্ট্রেলিয়ায় এশিয়া কাপে ভারতের বিপক্ষে চেতন শর্মার শেষ বলের কথা।
বাবর টুইট করে বলে নাসিম যে ভাবে ব্যাট করছিল তাতে আমি জাভেদের কথা মনে করছিলাম। আমি জানতাম এটা টি টোয়েন্টি ক্রিকেট আমার বিশ্বাস ছিল।
Ⓜ️ mxcricket