এশিয়া কাপের আগে বড় ধাক্কা খেলো ভারত, ছিটকে গেলো তারকা ক্রিকেটার

ইতিমধ্যে এশিয়া কাপ ২০২২ (Asia Cup 2022) এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলেন বিসিসিআই। তার মধ্যেই বড় খবর এশিয়া কাপে খেলার আগেই বড় ধাক্কা খেলো রোহিত ব্রিগেড। কোমরে চোটের কারণেই এশিয়া কাপে খেলতে পারবেন না সিনিয়র ক্রিকেটার। সামনেই রয়েছে টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপ সেকথা মাথায় রেখে এবারের এশিয়া কাপ টোয়েন্টি টোয়েন্টি ফরমেটে খেলা হবে।

MX Cricket : ইতিমধ্যে এশিয়া কাপ ২০২২ (Asia Cup 2022) এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলেন বিসিসিআই। তার মধ্যেই বড় খবর এশিয়া কাপে খেলার আগেই বড় ধাক্কা খেলো রোহিত ব্রিগেড। কোমরে চোটের কারণেই এশিয়া কাপে খেলতে পারবেন না সিনিয়র ক্রিকেটার। সামনেই রয়েছে টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপ সেকথা মাথায় রেখে এবারের এশিয়া কাপ টোয়েন্টি টোয়েন্টি ফরমেটে খেলা হবে।

এদিকে ২৮ সে আগস্ট মুখোমুখী হতে চলেছে দুই হেবি ওয়েট ভারত পাকিস্তান। পাকিস্তান ম্যাচ তথা গোটা এশিয়া কাপে পাওয়া যাবে না যসপ্রীত বুমরাহ কে (Jasprit Bumrah) বুমরার অনুপস্থিত চাপে রাখলো রোহিত ব্রিগেডকে। বিশেষজ্ঞ দের দাবি আসন্ন বিশ্ব কাপের আগে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে Jasprit Bumrah

বিশ্ব কাপের জন্য তাকে ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ের সিরিজে রাখা হয় নি। বোর্ড কর্তারা তাকে বিশ্রাম দিয়েছে। বুমরাহ এখন সপরিবারে ছুটি কাটাচ্ছে আমেরিকায়। Asia Cup 2022

অক্টোবর নভেম্বরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া সিরিজে তাকে পাওয়া নিয়ে আশাবাদী বিসিসিআই। বিশ্ব কাপ এবং দুটি হোম সিরিজের আগে অনেকটা সময় পাবে অনুশীলনের জন্য। আপাতত রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় তাকে নজরে রাখছে। বর্তমানে ভারতের বোলিং বিভাগের প্রধান স্তম্ভ Jasprit Bumrah

এশিয়া কাপে ভারতের স্কোয়াড :

ব্যাটসম্যান :

Rohit Sharma (C), KL Rahul(vc), Virat Kohli, Suryakumar Yadav, Deepak Hooda, R pant(wk), Dinesh kartik(wk)

অলরাউন্ডার :

Hardik pandya, R Jadeja, R Ashwin

বোলার :

Y Chahal, R Bishnoi, Avesh Khan, ArshDeep Sing, Bhuvneshwar Kumar

Leave a Comment