সোমবার BCCI এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করলেন। রোহিত শর্মার নেতৃত্বে আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2022) মাঠে নামবে ভারত। সামনেই টি টোয়েন্টি বিশ্বকাপ,তাই বিরাট কোহলি এবং লোকেশ রাহুলকে নিয়েই দল ঘোষণা করা হলো।

MX Cricket: সোমবার BCCI এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করলেন। রোহিত শর্মার নেতৃত্বে আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2022) মাঠে নামবে ভারত। ২০ ২০ ফরম্যাটে খেলা হবে। মাঠে নামার আগে রোহিত ব্রিগেডের কাছে চিন্তার কারণ যসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) এশিয়া কাপে (Asia Cup 2022) রাইট হ্যান্ড ফাস্ট বোলার কে পাবে না ভারত। চোটের কারণেই বুমরাহ কে বাইরে রেখে দল সাজিয়েছে নির্বাচক মন্ডলী।
এশিয়া কাপে ভারত অভিযান শুরু করবে আগামী ২৮ সে আগস্ট পড়শী দেশ পাকিস্তান ম্যাচ দিয়ে। আবারো এক হাড্ডাহাড্ডি লড়াইয় দেখার জন্য তাকিয়ে আছে ক্রিকেট প্রেমীরা। বিরাট কোহলি এবং লোকেশ রাহুল দলে যোগ দিয়েছেন।
বিরাট কোহলি:
আসন্ন এশিয়া কাপে বিরাট কোহলি কে দলে সুযোগ দিয়েছে বোর্ড কর্তারা। বিরাট কোহলির থাকাটা দলের কাছে বাড়তি অক্সিজেন। ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ের সিরিজে তাকে বিশ্রামে রেখেছিল বোর্ড। দীর্ঘ বিশ্রামের পর রাইট হ্যান্ড ব্যাটার এশিয়া কাপে দলের সঙ্গে যোগ দেবে ।
লোকেশ রাহুল :
ভারতের নির্ভর যোগ্য উইকেট কিপার ব্যাটসম্যান লোকেশ রাহুল কে দলে ফিরিয়ে আনা হয়েছে। রাহুল ও বিশ্রামে ছিল, বিশ্ব কাপের কথা মাথায় রেখে এশিয়া কাপে রাখা হয়েছে এই ওপেনারকে। রোহিতের সঙ্গে রাহুলের ওপেনিং পার্টনারশিপ ভালো রয়েছে। আসন্ন এশিয়া কাপে ভারতের ওপেনিং জুটি নিয়ে আর কোনো চিন্তা রইলো না। Asia Cup 2022
বোলিং বিভাগে ও বেশ কিছু পরিবর্তন করাহয়েছে। ভুবনেশ্বর কুমার, আবেশ খান সহ অর্শদীপ সিং কে দলে রাখা হয়েছে। ইংল্যান্ড সিরিজ থেকে অর্শদীপ সিং এর বোলিং রেকর্ড খুব ভালো।
ভারতীয় স্কোয়াড :
রোহিত শর্মা (C)
লোকেশ রাহুল (vc)
বিরাট কোহলি
সূর্য কুমার যাদব
দীপক হুডা
রিসভ পান্থ (wk)
দীনেশ কার্তিক (wk)
হার্দিক পান্ডিয়া
রবীন্দ্র জাদেজা
আর অশ্বিন
যুজবেন্দ্র চাহাল
আর বিষ্ণই
ভুবনেশ্বর কুমার
অর্শদীপ সিং
আবেস খান
ব্যাক আপ প্লেয়ার :
শ্রেয়াস আইয়ার, দীপক চাহার, আকসার প্যাটেল
ব্যাক আপ প্লেয়ার হিসাবে শ্রেয়াস আইয়ার, দীপক চাহার, আকসার প্যাটেল তিন জনকে ধার্য করা হয়েছে। সাম্প্রতিক ফর্মের বিচারে শ্রেয়াস আইয়ার এর ফর্ম আশানুরূপ নয়। দীপক চাহার চোটের কারণে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে ছিলেন । দলে ফিরলেও রিজার্ভ বেঞ্চে বসতে হবে তাকে। সামনে বিশ্ব কাপ তাই কোনো ঝুঁকি নিতে চাইছে না রোহিত এবং রাহুল । Asia Cup 2022
এশিয়া কাপের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ~
First asia cup held in
1984
first host country
United Arab Emirates
Most successful team
India (7 title)
Most run
Sanath Jayasuriya 1220 (Srilanka)
Most Wickets
Lasith Malinga 33 (Srilanka)