এশিয়া কাপে তাঞ্জিদ এবং শামীমের অভিষেক হতে চলেছে

Asia Cup 2023 এশিয়া কাপের আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা। 30 সে আগস্ট পাকিস্তান এবং নেপালের ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে 2023 এর এশিয়া কাপ চলবে 17 ই সেপ্টেম্বর পর্যন্ত।

এবারের এশিয়া কাপে বাংলাদেশের হয়ে অভিষেক হতে চলেছে তানজিদ হাসান তামিম এবং শামীম হোসেনের । এবং বাংলাদেশের অধিনায়ক এর দায়িত্ব পালন করবেন বাংলাদেশর অভিজ্ঞ অল রাউন্ডার সাকিব আল হাসান।

Asia Cup2023 বাংলাদেশের সুদক্ষ ওপেনার তামিম ইকবাল অবসর গ্রহণের পর যথেষ্ট চাপে ছিলেন বাংলাদেশ নির্বাচক মন্ডলী। তানজিদ হাসান তামিমের নাম নিয়ে চর্চা চলছিল প্রথম পছন্দ হিসাবে। তামিম ইকবালের পরিবর্ত হিসাবে তাঞ্জিদের নাম ঘোষণা করলেন বাংলাদেশের নির্বাচক কমিটি। এখন দেখার বিষয় পরিবর্ত হিসাবে তানজিদ হাসান তামিম নিজেকে কতটা মেলে ধরতে পারে।

ওপর দিকে শামীম হোসেন টি টোয়েন্টিতে অভিষেক করেছিল 2021 সালের মার্চ মাসে। টি টোয়েন্টিতে শামীমের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। এখন ওডিআই ফরম্যাটে নিজেকে কতটা তুলে ধরতে পারে সেদিকে নজর থাকবে গোটা ক্রিকেট সমর্থকদের।

Asia Cup 2023 বাংলাদেশের আর এক অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদুল্লাহ তাইজুল ইসলাম এশিয়া কাপের চুড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন যিনি শেষ ওডিআই ম্যাচ খেলেছিলেন আফগানিস্তানের বিরুদ্ধে। তবে তাইজুল ইসলাম কে স্ট্যান্ড বাই হিসবে রাখা হয়েছে।

অল রাউন্ডার সাকিব আল হাসানের পাশাপাশি মেহেদী হাসান এর নাম ঘোষণা করেছে সিলেকশন কমিটি। যিনি দীর্ঘ সময় ওডিআই ক্রিকেটের বাইরে ছিলেন। অনেকটা সময় মাঠের বাইরে কাটানোর পর এশিয়া কাপে নিজের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত।

এশিয়া কাপের আগে গোটা বাংলাদেশ দল উৎসবের মেজাজে। সমর্থকেরাও খেলা দেখার জন্য অধীর আগ্রহে দিন গুনছে। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে 31 সে আগস্ট শ্রীলংকার বিপক্ষে পল্লেকেলে স্টেডিয়ামে।

বাংলাদেশ স্কোয়াড

Asia Cup 2023 এর জন্য বাংলাদেশ তাদের পূর্ণ তালিকা প্রকাশ করেছে। দেখে নেওয়া যাক কে বা কারা দলে জায়গা পেয়েছে। নিচে দেওয়া হলো পূর্ণ তালিকা

Squad:

Shakib Al Hasan (c), Litton Das, Tanjid Hasan Tamim, Najmul Hossain Shanto, Towhid Hridoy, Mushfiqur Rahim, Mehidy Hasan Miraz, Taskin Ahmed, Mustafizur Rahman, Hasan Mamhud, Mahedi Hasan, Nasum Ahmed, Shamim Hossain, Afif Hossain, Shoriful Islam, Ebadot Hossain, Mohammad Naim

Standby

Taijul Islam, Saif Hasan, Tanzim Hasan Sakib

Leave a Comment