নতুন রেকর্ড গড়লেন সূর্য কুমার যাদব

Suryakumar Yadav: প্রথম ভারতীয় হিসেবে নতুন রেকর্ড গড়লেন সূর্য কুমার যাদব। এক বছরে টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ১০০০ রান পূর্ন করলেন মিস্টার ৩৬০ (Suryakumar Yadav)

T20 world cup 2022: টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২ খেলা india vs Zimbabwe । প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে সূর্য কুমার যাদব তার ১০০০ রান পূর্ন করলেন । এই ম্যাচে মাত্র ৩৫ রানের মাথায় যাদব (suryakumar yadav) নতুন মাইলফলক স্পর্শ করলেন । খেলা শেষ পর্যন্ত যাদব ২৫ বলে ৬১ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন।

T20 world cup 2022: ভারত জিম্বাবোয়ের ম্যাচে ভারত অধিনায়ক রোহিত শর্মা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৬ রান করে । লোকেশ রাহুল ব্যাক টু ব্যাক অর্ধশত রান করে । সূর্য কুমার যাদব ৬১ রান করে । মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আরও একটি রেকর্ড দেখার অপেক্ষায় তাকিয়ে ছিল ক্রিকেট প্রেমিরা । ভারতের রান মেসিন বিরাট কোহলি ৬৮ রান পূর্ন করতে পারলে ৪০০০ রানের মাইলফলক স্পর্শ করতে পারতেন । কিন্তু মাত্র ২৬ রান করে কিং কোহলি কে প্যাভিলিয়নের পথ ধরতে হয় ।

বিশ্বকাপে এখনো পর্যন্ত ভারতের হয়ে সফলতম ব্যাটসম্যান তালিকায় রয়েছে বিরাট কোহলি Virat kohli এবং সূর্য কুমার যাদব Suryakumar yadav । ভারতের ফর্মের বিচারে ভারতকে ফাইনাল খেলা পর্যন্ত দেখতে চাইছে ভারতীয় ক্রিকেট প্রেমিরা ।

Leave a Comment