বিরাট ব্যর্থতায় খুশি বাবর ?
ভালো সময়ে যেমন সমর্থকের অভাব হয় না, ঠিক তেমনি খারাপ সময়েও সমালোচকের অভাব হয় না । ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ঠিক যেন তারই এক উদাহরণ ।
চলতি সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে বিরাট কোহলি মাত্র ১৬ রান করে আউট হয় । সদ্য সমাপ্ত হওয়া টি টোয়েন্টি ম্যাচেও তার ব্যাটে রানের খরা ।
বিরাট কোহলির সাম্প্রতিক ফর্ম নিয়ে ভারতীয় ক্রিকেটের অন্যতম চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে । সমর্থকের পাশাপাশি সমালোচনার ঝড় ও তুঙ্গে ।
ঠিক এই সময় অফ ফর্মে থাকা বিরাট কোহলির পাসে দাঁড়ালেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম । বাবর টুইট করে লেখেন
“এই সময়টাও একদিন ঠিক কেটে যাবে, শক্ত থাকো বিরাট কোহলি ।”
দুই দেশের মধ্যে ক্রিকেট সেভাবে খেলা না হলেও আইসিসির প্রতিযোগিতায় দুজনের সাক্ষাত হয় এবং কথাবার্তাও হয় । শেষ বার দুজনের দেখা হয়েছিল গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপের সময় । গত বিশ্বকাপের দুজনের একটি ছবিও পোস্ট করেন বাবর ।