বিশ্বকাপে আর দেখা যাবে না তামিম ইকবালকে



 আন্তর্জাতিক T20 ক্রিকেটকে বাই বাই তামিম ইকবালের 

Tamim iqbul, Bangladesh cricketer

বাংলাদেশের ক্রিকেট প্রেমিদের হতাশ করে আন্তর্জাতিক T20 ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল 

৩৩ বছর বয়সী বাঁ হাতি ব্যাটারের এমন সিদ্ধান্তে হতাশ গোটা বাংলাদেশ । সামনে টি টোয়েন্টি বিশ্বকাপে আর পাওয়া যায় না তামিম ইকবালকে । বিশ্বকাপের আগে অবসর নিস্বন্ধেহে বাংলাদেশের ক্রিকেট প্রেমিদের মনে সাড়া ফেলে দিয়েছে ।

T20 থেকে অবসর তামিম ইকবাল 

তামিমের আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অভিষেক হয় ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে এবং ২০২০ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ খেলার পর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে আর দেখা যায় নি ।

রবিবার বাঁ হাতি ব্যাটার টুইট করেন 

“আন্তর্জাতিক টি টোয়েন্টিতে আজ থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসাবে বিবেচনা  করুন”

 Consider me retired from T20 international from today.

বাংলাদেশ ক্রিকেটে তামিম একমাত্র ব্যাটসম্যান যিনি তিন ফরম্যাটে সেঞ্চুরী করেছেন । সাকিব আল হাসানের পরে তামিম ইকবাল দ্বিতীয় সর্বোচ্চ রানের অধিকারী ।

Read also : Get Important questions and answers for Compititive Exam

Leave a Comment