mxcricket : আগামী ১৬ ই অক্টোবর অস্ট্রেলিয়ায় শুরু হতে চলেছে 2022 বিশ্বকাপ (t20 world cup 2022)। টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের জন্য বিসিসিআই ইতিমধ্যে ১৫ সদস্যের একটি শক্তিশালী দল ঘোষণা করেছে।
যা নিয়ে রীতিমত অসন্তোষ প্রকাশ করছেন ক্রিকেট প্রেমীরা। তাদের অসন্তোষের কারণ হলো মোহাম্মদ সামিকে মূল স্কোয়াডে না রাখা। এশিয়া কাপে ভারতের ভরাডুবির পর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নতুন একটি দল ঘোষণা করেছেন বিসিসিআই কর্তারা। বিশ্বকাপের জন্য মোঃ সামিকে ফেরানো হলেও তাকে বসতে হচ্ছে রিজার্ভ বেঞ্চে যা নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় বইছে।
এশিয়া কাপে ভারতের খারাপ পারফরম্যান্সের জন্য ভারতের বোলিং বিভাগ কে দাই করেছেন ক্রিকেট বিশেষজ্ঞ থেকে ক্রিকেটপ্রেমীরা। জাসপ্রিত বুমরাহর অনুপস্থিতিতে মোঃ সামিকে দলে না নেওয়াই ছিল সবচেয়ে বড় ভুল বলে মনে করা হয়।যাকে জিম্বাবুয়ে এবং ইংল্যান্ড দলেও রাখা হয়নি।
2022 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গুজরাট টাইটান্স এর হয়ে মোহাম্মদ সামি অনবদ্য পারফরম্যান্স মেলে ধরে। গুজরাট টাইটানসের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে সামির বড় ভূমিকা ছিল । গুজরাট টাইটানসের হয়ে ১৬ টি ম্যাচে কুড়িটি উইকেট তার ঝুলিতে ছিল। তার সেরা বোলিং ছিল ২৫ রানে ৪ উইকেট।
T20 World Cup 2022 টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে মহম্মদ সামিকে স্ট্যান্ডবাই হিসেবে রাখার জন্য নিজের ক্ষোভ উগরে দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত । শ্রীকান্ত বলেন তিনি যদি চেয়ারম্যান হতেন সামিকে রেখে দল ঘোষণা করতেন। হার্শেল প্যাটেল এর জায়গায় সামিকে সুযোগ করে দিতেন।
সামিকে নিয়ে নানা সমালোচনা থাকলেও যেহেতু সামিকে স্ট্যান্ডবাই হিসাবে রাখা হয়েছে প্রয়জনে সামিকে সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট। সামির সুযোগ পাওয়ার অপেক্ষায় তাকিয়ে থাকবে ভারতীয় ক্রিকেট প্রেমীরা।
mxcricket রাত দিন সাত দিন। ক্রিকেটের সমস্ত লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি কে ফলো করুন।