Asia Cup 2022 : India Squad, Lokesh Rahul Come Back

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। ২৭ সে আগস্ট থেকে শুরু হবে এশিয়া (Asia Cup 2022) কাপের মেগা টুর্নামেন্ট, চলবে ১১ ই সেপ্টেম্বর পর্যন্ত।2022 এশিয়া কাপে ভারত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে শুরু করবে । এশিয়া কাপে ভারত একমাত্র সফলতম দেশ যার নামের পাসে রয়েছে সাতটি শিরোপা। এশিয়া কাপে ভারত পাকিস্তান মুখোমুখী হতে চলেছে ২৮ সে আগস্ট মুখোমুখী হবে ভারত পাকিস্তান।

আয়োজক দেশ :

BCCI এর ঘোষনা অনুযায়ী এশিয়া কাপের আয়োজক দেশ হিসাবে দায়িত্ব পেয়েছিল শ্রীলঙ্কা কিন্তু দেশটির আভ্যন্তরীণ অস্থিরতার কারণে টুর্নামেন্ট টি স্থানান্তরিত করা হয় সংযুক্ত আরব আমিরাতে । ১৬ দিন ব্যাপী চলবে এই মেগা টুর্নামেন্ট মোট ছ়টি দেশকে দুটি গ্রুপে ভাগ করা হবে।

ইন্ডিয়া স্কোয়াড :

Asia Cup 2022 এর ভারতের স্কোয়াডে কারা কারা জায়গা পেতে চলেছে দেখে নেওয়া যাক

রোহিত শর্মা

রোহিত শর্মা টিম ইন্ডিয়ার একজন সফলতম ওপেনার। ডান হাতি ব্যাটার ভারতের একজন দক্ষ অধিনায়ক ও। চলতি সিরিজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রানের মধ্যে রয়েছে রোহিত শর্মা তাই রোহিতের নেতৃত্বে আসন্ন এশিয়া কাপে মাঠে নামবে টিম ইন্ডিয়া ।

লোকেশ রাহুল

লোকেশ রাহুল টিম ইন্ডিয়ার আর এক অভিজ্ঞতা সম্পন্ন ওপেনার। দীর্ঘ বিশ্রামের পর ডান হাতি এই ব্যাটসম্যান কে প্রত্যাবর্তন করাতে চাইবে টিম ইন্ডিয়া। রাহুল একক ক্ষমতায় বহুবার ভারতকে ম্যাচ জিতিয়েছে, তাই তার একাদশে জায়গা পাওয়া একপ্রকার নিশ্চিত। Asia Cup 2022

ঈশান কিষান

ঈশান কিষান ইন্ডিয়া টিমের আর একজন নির্ভর যোগ্য ওপেনার, বাঁ হাতি এই ব্যাটসম্যান এর অতীতে নজর কাড়া পারফরম্যান্স রয়েছে। ফ্রাঞ্চাইজি লীগ মুম্বাই ইন্ডিয়ান্সের একজন গুরুত্বপূর্ণ সদস্য তার আগ্রাসী ব্যাটিং যে কোন টিমের কাছে খুবই রোমাঞ্চকর। স্বাভাবিক ভাবেই টিম ম্যানেজমেন্টের নজরে রয়েছে ঈশান কিসান।

বিরাট কোহলি

বিরাট কোহলি টিম ইন্ডিয়ার একজন ফার্স্ট ক্লাস ব্যাটসম্যান , টি টোয়েন্টি ফরম্যাটে যার ১০০০০ হাজারের উপর রান রয়েছে, বিরাট একবার ফর্ম পেয়ে গেলে যেকোনো দলকে অনায়াসে হারাতে সক্ষম। মিডিল অর্ডার ব্যাটসম্যান হিসাবে বিরাট কোহলি টিম ম্যানেজমেন্ট এর কাছে প্রথম পছন্দ এবং নজরে থাকবে।

সূর্যকুমার যাদব

মিডিল অর্ডার ব্যাটসম্যান হিসাবে সুরিয়া কুমার যাদব অন্যতম। যাকে ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান বলা হয়, চতুর্দিকে ব্যাটিং করতে সে সিদ্ধহস্ত। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজে চলা সিরিজে সুরিয়া কুমার যাদব দুর্দান্ত ছন্দে রয়েছে তাই মিডিল অর্ডারে তাকে নির্বাচকরা চাইবে

শ্রেয়াস আইয়ার

নির্বাচকদের নজরে থাকতে পারে শ্রেয়াস আইয়ারের মতো একজন দক্ষ মিডিল অর্ডার ব্যাটসম্যান। আসন্ন এশিয়া কাপে ভারতের হয়ে মিডিল অর্ডারের জন্য স্তম্ভ হয়ে উঠতে পারে Asia Cup 2022

রিশাব পান্থ

উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে রিসভ পান্থ নির্বাচকদের তালিকায় রয়েছে বাম হাতি এই ব্যাটসম্যান মিডিল অর্ডারে ভরসা যোগানোর ক্ষমতা রাখে বড় বড় ইনিংস খেলতেও সিদ্ধ হস্ত

দীনেশ কার্তিক

সাম্প্রতিক ফর্মের বিচারে দীনেশ কার্তিক এই মুহূর্তে ভারতীয় দলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য। ডান হাতি উইকেট কিপার ব্যাটসম্যান এর দিকে কমিটির পূর্ণ নজর রয়েছে। বিশেষজ্ঞদের অনেকে কার্তিককে ম্যাচ ফিনিশার বলে উল্লেখ করেছেন। তাই আসন্ন এশিয়া কাপে কার্তিকের নাম নথিভুক্ত হওয়াটা শুধু সময়ের অপেক্ষা

আকসার প্যাটেল

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এশিয়া কাপে অলরাউন্ডার আকসার প্যাটেলকে বুঝে নিতে চাইছে সিলেকশন কমিটি। তার স্পিনের জাদুতে বিপক্ষ শিবিরের ব্যাটিং লাইনআপে ভাঙ্গন ধরাতে সক্ষম। লোয়ার অর্ডারে তার ব্যাটিং দলের কাছে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসন্ন এশিয়া কাপে অলরাউন্ডারের তালিকায় পছন্দ হিসেবে আকসারের নাম উঠে আসতে পারে।

রবীন্দ্র জাদেজা

এশিয়া কাপের জন্য অলরাউন্ডার পছন্দের তালিকায় রবীন্দ্র জাদেজার নাম রাখা হতে পারে। ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই সমান দক্ষতা রয়েছে । আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২৪ স্ট্রাইক রেটে ব্যাটিং এবং বোলিং বিভাগে ৭.১২ ইকোনমিক রেট। এমন আগ্রাসী অলরাউন্ডারকে এশিয়া কাপের জন্য নির্বাচকরা ভাবতে পারে। Asia Cup 2022

যুজবেন্দ্র চাহাল

যুজবেন্দ্র চ্যাহাল একজন ভারতীয় আন্তর্জাতিক খেলোয়াড় এবং রাইট হ্যান্ড লেগ ব্রেক স্পিনার। বর্তমান আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের গুরুত্বপূর্ন সদস্য। বিপক্ষ শিবিরের কাছে আতঙ্কের কারণ হয়ে উঠতে পারে, স্পিন বিভাগে চাহালই সেরা হয়ে উঠতে পারে নির্বাচকদের কাছে

হার্সেল প্যাটেল

স্পেস বিভাগে হার্সেল প্যাটেল একজন দক্ষ পেসার টোয়েন্টি টোয়েন্টি ফরম্যাটে হার্সেলের স্পেস যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আসন্ন এশিয়া কাপে হার্সেলকে সেরা একাদশে জায়গা করে দিতে পারে

ভুবনেশ্বর কুমার

সীমিত ওভারের ক্রকেটে ভুবনেশ্বর কুমার যেকোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে। রাইট হ্যান্ড মিডিয়াম পেসার বোলার। দুর্দান্ত সুইং এবং নিখুঁত ইয়র্কার বল করতে সক্ষম। এশিয়া কাপে তার জায়গা একপ্রকার নিশ্চিত

যসপৃত বুমরা

বিশ্ব ক্রিকেটে ডেথ স্পেশালিস্ট বোলারদের মধ্যে অন্যতম বুমরা। রাইট হ্যান্ড ফাস্ট বোলার। টিম ইন্ডিয়ার তিন ফরম্যাটে নির্ভরযোগ্য বোলার। বুমরার বোলিং যেকোনো দলের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। আসন্ন বিশ্ব কাপের আগে বিশ্রামে থাকবে নাকি এশিয়া কাপের জন্য দলে যোগ দেন সেটাই এখন দেখার।

রিজার্ভ বেঞ্চ

এশিয়া কাপের Asia Cup 2022 জন্য ব্যাক আপ প্লেয়ার হিসাবে দেখা যেতে পারে দীপক চাহার , কুলদীপ যাদব , মোহাম্মদ সিরাজ ,

Leave a Comment