Harmanpreet Kaur ভারতীয় মহিলা ক্রিকেটের একজন গুরুত্বপূর্ণ সদস্য। Harmanpreet জন্মগ্রহণ করেন ৮ই মার্চ, ১৯৮৯ সালে। ভারতীয় উপমহাদেশের পাঞ্জাব প্রদেশে জন্মগ্রহণ করেন।
বর্ষসেরা ক্রিকেটার হিসেবে Harmanpreet ২০১৭ সালে অর্জুন অ্যাওয়ার্ড পুরস্কার পান। বর্তমানে ভারতের মহিলা জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক harmanpreet Kaur। সকল ফরমাটের অধিনায়কের দায়িত্ব তার কাঁধে।
Harmanpreet Kaur profile
Full Name | Harmanpreet Kaur Bhullar![]() |
Nickname | Kaur |
Born | March 8, 1989 (34) |
Birthplace | Moga, panjub, India |
Father Name | Harmander singh bhullar |
Mother Name | Satinder Kaur |
Height | 1.6 m. |
Batting | Right handed bat |
Bowling | Right- arm offbreak |
Role | All- rounder |
National side | India 🇮🇳 2009- present |
Jersey number | 7 (seven) |
Harmanpreet Kaur Biography
Harmanpreet Kaur ভারতীয় জাতীয় মহিলা ক্রিকেটের একজন মূল্যবান সদস্য। তার ক্রিকেটীয় দক্ষত্যা তাকে জাতীয় দলের অধিনায়কের চেয়ার পেতে সাহায্য করেছে। একাধারে হার্মানপ্রীত তিন ফরম্যাটেই অধিনায়কের দায়িত্ব পালন করছেন। হার্মানপ্রীত ১৯৮৯ সালে ৮ই মার্চ পাঞ্জাবের মোগায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই হার্মানপ্রীত বাবা মায়ের সাথে জীবন কাটায়। তার বাবা একজন ভলীবল এবং বাস্কেট বল খেলোয়াড়। Harmanpreet Kaur Biography
হার্মানপ্রীত স্কুল জীবন থেকেই ক্রিকেট খেলার প্রতি ঝোঁক ছিল। স্কুল জীবন থেকেই ক্রিকেট চর্চা শুরু করে। বীরেন্দ্র শেহবাগ ছিল তার পছন্দের খেলোয়াড়। শেহবাগ থেকে অনুপ্রাণিত হয়ে harmanpreet Kaur ক্রিকেটের প্রতি পূর্ণ মনস্থির করে। গিয়ান জ্যোতি স্কুল অ্যাকাডেমিতে ভর্তি হয় এবং তার কোচ ছিলেন কামালদেশ সিং সোধি।
Harmanpreet Kaur career info
Harmanpreet Kaur তার ভারতীয় মহিলা জাতীয় ক্রিকেট দলের হয়ে শুভ সূচনা করে ওডিআই সিরিজের মধ্যে দিয়ে। ২০০৯ সালে মাত্র ২০ বছর বয়সে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে তার জাতীয় ক্রিকেটের শুভ সূচনা।
২০০৯ সালের জুন মাসে বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে হার্মানপ্রিত এর অভিষেক হয়। অভিষেক ম্যাচেই তার রান ছিল মাত্র ৭ বলে ৮ রান।
harmanpreet Kaur আন্তর্জাতিক টেস্ট দলে অভিষেক করে ২০১৪ সালে ১৩ ই আগস্ট ইংল্যান্ডের বিপক্ষে। অভিষেক ম্যাচে হার্মানপ্রীত আশানুরূপ ফল করতে পারে নি।
Harmanpreet Kaur wpl status
ভারতীয় জাতীয় মহিলা ক্রিকেটের একজন গুরুত্বপূর্ণ অল রাউন্ডার harmanpreet Kaur ভারতীয় মহিলা প্রিমিয়ার লিগে নাম লেখান। ২০২৩ এ শুরু হওয়া ওমেন প্রিমিয়ার লিগে wpl হার্মানপ্রীত কৌর কে ১.৮ কোটি টাকার বিনিময়ে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের দলে সই করান। মুম্বাই ইন্ডিয়ান্স তাদের দলের অধিনায়কের জন্য হার্মানপ্রীত এর নাম নির্ধারণ করে।
harmanpreet Kaur এর নেতৃত্ব মুম্বাই ইন্ডিয়ান্স কে তাদের ওমেন্স প্রিমিয়ার লিগে প্রথম জয় এনে দেয়। শুরুতেই মুম্বাই ইন্ডিয়ান্স গুজরাট জায়ান্টদের 143 রানের বড় ব্যবধানে হারিয়ে দেয় হার্মানপ্রীত এর দল। Harmanpreet এর ৬৫ রানের চমকপ্রদ ইনিংস মুম্বাই ইন্ডিয়ান্স কে জিততে সাহায্য করে। এছাড়াও হার্মানপ্রীত এবং অ্যামেলিয়া কের এর ৮৯ রানের বিশাল পার্টনারশিপ মুম্বাই ইন্ডিয়ান্স কে জয়ের জন্য একধাপ এগিয়ে দেয়।