ইতিমধ্যে 2022 সালের টি টোয়েন্টি বিশ্বকাপের ICC T20 World Cup 2022 দামামা বেজে গেছে। ক্রিকেট বিশ্বকাপ মানেই ক্রিকেটপ্রেমীদের কাছে এক রোমাঞ্চকর মুহূর্ত ২০২২ সালের ক্রিকেট বিশ্বকাপের আসর বসতে চলেছে অস্ট্রেলিয়ায় ১৬ ই অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হতে চলেছে বিশ্বকাপের মেগা আসর শেষ হবে ১৩ ই নভেম্বর। খবর প্রকাশ হতেই ক্রিকেট সমর্থকদের মনে নানা প্রশ্নের আনাগোনা
দেখে নিন ভারত পাকিস্তান কোন গ্রুপে
প্রসঙ্গত ভারত পাকিস্তান ম্যাচের উত্তেজনা থাকে চরম পর্যায়ে। গতবছর 2021 সালের টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বসেছিল (UAE) মরুদেশ অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাট এ।

2021 সালের বিশ্বকাপের ভারত পাকিস্তান ম্যাচের কথা আমরা সবাই জানি ভারত প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৫১ রান করে জবাবে পাকিস্তান ব্যাট করতে নেমে ১৩ বল বাকি থাকতেই কোনো উইকেট না হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। সেই ম্যাচের রাস কাটতে না কাটতেই বছর ঘুরেই আবার টি টোয়েন্টি বিশ্বকাপের মুখোমুখি হতে চলেছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান।
ICC T20 World Cup 2022 বিশ্বকাপে মোট ১৬ টি দেশ অংশগ্রহণ করতে চলেছে এবং ৪৫ টি ম্যাচ অনুষ্ঠিত হবে আসন্ন বিশ্বকাপ দুই পর্বে অনুষ্ঠিত হবে প্রথমে বাছাই পর্ব পরে মূল পর্বের খেলা বাছাই পর্বের আটটি দলকে গ্রুপ এ এবং গ্রুপ বি তে ভাগ করা হবে।
বাছাই পর্বের আটটি দল
গ্রুপ এ: Namibia, Sri Lanka, UAE, Netherlands
গ্রুপ বি: Ireland, Scotland, West Indies, Zimbabwe
গ্রুপ এ থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ এবং বি থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ এই চারটি দল মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে মূল পর্বের ১২ টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে Group 1 এবং Group 2। চলো দেখে নেওয়া যাক মূল পর্বে কোন কোন ১২টি দল অংশগ্রহণ করতে চলেছে
মূল পর্বের ১২ টি দল
Group 1: Afghanistan, Australia, England, New Zealand, winner group A, runner up group B
Group 2: India, Pakistan, South Africa, Bangladesh, runner up group A, winner group B
Group 1 এবং Group 2 থেকে দুটি করে দল সেমিফাইনালে অংশগ্রহণ করবে অবশেষে ১৩ ই নভেম্বর ICC T20 World Cup 2022 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
2022 বিশ্বকাপের কিছু প্রশ্ন উত্তর ~
১- 2022 বিশ্বকাপের আয়োজক দেশের নাম কি
উ: অস্ট্রেলিয়া
২- বিশ্বকাপে মোট কয়টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করবে
উ: ১৬ টি দেশ