IND vs AUS ভারত অষ্ট্রেলিয়া দ্বিতীয় একদিনের ম্যাচে অষ্ট্রেলিয়া টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ভারত প্রথমে ব্যাট করে ২৬ ওভারে ১০ উইকেট হারিয়ে ১১৭ রান তুলতে সক্ষম হয়। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ অস্ট্রেলিয়ার বোলিংয়ের সামনে মাথা তুলতে পারে নি। অধিনায়ক রোহিত শর্মা মাত্র ১৩ রান করে আউট হয়। ওপেনার সুভ্মান গিল ০ রান করে।
শুরু থেকেই ম্যাচের রাস টিম অস্ট্রেলিয়ার হাতে চলে যায়। ভারতের হয়ে বিরাট কোহলি কিছুটা লড়াই চালিয়ে যায় অস্ট্রেলিয়ার বোলিংয়ের সামনে। শেষমেষ কোহলিকে ৩১ রান করে মাঠ ছাড়তে হয়। আস্তে আস্তে করে ভারতীয় ইনিংসের ধস নামতে থাকে।
IND vs AUS অল রাউন্ডার অক্ষর প্যাটেল অনেকটা ভরসা দেখালেও তার সাথে যোগ্য সঙ্গ কেউ দিতে পারে নি। শেষ পর্যন্ত একা হাতে লড়াই চালিয়ে যায় অক্ষর প্যাটেল। তার ২৯ রানের ইনিংস তার দলকে ১০০ রানের গণ্ডি পার করতে সাহায্য করে।
ভারতের টপ অর্ডার ব্যাটিংয়ের পাশাপাশি মিডল অর্ডার ব্যাটিং ও ফ্লপ যায়। অল রাউন্ডার হার্দিক পান্ডিয়ার উপর ভরসা থাকলেও পান্ডিয়া কিছু করে দেখাতে পারে নি। ফর্মে থাকা লোকেশ রাহুলও ব্যাটিং হাতে ব্যর্থ।
IND vs AUS প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে ১-০ তে পিছিয়ে পড়েছিল টিম অস্ট্রেলিয়া । তারই বদলা যেনো এই ম্যাচে দেখা গেলো। অষ্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিং করতে পাঠায় রোহিত শর্মাদের। এবং শুরু থেকেই রোহিত বাহিনীর উপর চাপ সৃষ্টি করতে থাকে। ফলস্বরূপ হিসাবে শূন্য রানে সুভ্মন গিল উইকেট হারায়। রীতিমত অস্ট্রেলিয়ার পেসারদের আগ্রাসী ভূমিকায় দেখা যায়। মিচেল স্টার্ক আট ওভার বল করে পাঁচটি উইকেট তুলে নেয়। মিচেল স্টার্ক এর দুরন্ত বোলিংয়ের সামনে ভারতের একের পর এক ব্যাটসম্যান পরাস্ত হতে থাকে। মিচেল স্টার্ক এর সাথে যোগ্য সঙ্গ দেয় সিয়ান আব্যট । সিয়ান আব্যট ছয় ওভার বল করে মাত্র তেইস রান খরচ করে ৩ টি উইকেট তুলে নেয়
ব্যাটিং বিপর্যয়ের দরুন ভারত শেষপর্যন্ত দশ উইকেটের বিনিময়ে মাত্র ১১৭ রান তুলে। এবং অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং এর সামনে ১১৮ রানের লক্ষ্যমাত্রা রাখে।
IND vs AUS দ্বিতীয় ইনিংসে অষ্ট্রেলিয়া ১১৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামে। শুরু থেকেই ওপেনার মিচেল মার্শ এবং ত্রভিস হেড আক্রমণাত্মক ব্যাটিং করে। অস্ট্রেলিয়ার দুই ওপেনার মিচেল মার্শ এবং ট্রভিস হেড নিয়ম করে ভারতীয় বোলারদের উপর দাপট দেখাতে থাকে। তাদের আক্রমণাত্মক ব্যাটিং যেনো টোয়েন্টি টোয়েন্টি ফরমেট কে হার মানায়। মিচেল মার্শ ৩৬ বলে ৬৬ রানের একটি ঝাঁ চকচকে ইনিংস খেলে। সাথে ট্রেভিস হেড ৩০ বলে ৫১ রান করে।
দুজনের ব্যাটিংয়ের উপর ভর করে অষ্ট্রেলিয়া কোনো উইকেট না হারিয়ে প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়।মাত্র ১১ ওভারে ১১৭ রানের লক্ষ্যমাত্রা পার করে ফেলে এই দুই দাপুটে ব্যাটসম্যান। ম্যান ওফ দা ম্যাচ ঘোষনা করে মিচেল স্টার্ক কে, আট ওভার হাত ঘুরিয়ে মাত্র ৫৩ রানের বিনিময়ে ৫ উইকেট তার ঝুলিতে পুরে নেয়। ফলস্বরূপ ভারত এবং অস্ট্রেলিয়া একটি করে ম্যাচ নিজেদের দখলে রাখে।