IND vs AUS toss
India vs Australia ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে হতে চলা একদিনের সিরিজে আজ দ্বিতীয় একদিনের ম্যাচ। ys Raja Reddy Cricket Stadium এ খেলতে নামছে ক্রিকেটের দুই মহারথ ভারত অ্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় অধিনায়ক স্টিভ স্মিথ।
India innings
ভারতের হয়ে ওপেনিং ব্যাটসম্যান অধিনায়ক রোহিত শর্মা এবং সভমান গিল ব্যাট করতে নামে। শুরুতেই ওপেনার সুভমান গিলের উইকেট হারায় ভারত। মাত্র ২ বলে ০ রানে সাজঘরে ফিরতে হয় গিলকে। ক্যাপ্টেন রোহিত শর্মার শুরু টা খারাপ না হলেও বেশিক্ষণ উইকেটে থাকতে ব্যর্থ হয় রোহিত শর্মা। ইনিংসের চাপ সামলাতে রীতি মতো ব্যর্থ সুরিয়া কুমার যাদব ও। তাকেও খালি হাতে ফিরতে হয়। মিচেল স্টার্ক এর সুইং বোলিংয়ের সামনে প্রতিদ্বন্দ্বিতা করতে রীতিমত হিমশিম খায় ভারতীয় ব্যাটিং লাইআপ।
Virat Kohli’s innings
শুরুতেই পরপর তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। লোকেশ রাহুলকে সাথে নিয়ে কিং কোহলি ভেঙে পড়া ব্যাটিং লাইনআপ কে আটকাতে চেষ্টা করে। ৩৫ বলে ৩১ রান করে কোহলিকেও রহিতদের রাস্তা ধরতে হয়। থাকতে পারেনি লোকেশ রাহুলও।
Mitchell Starc Bowling
ভারতীয় শক্তিশালী ব্যাটিং লাইনআপ কে শুরুতেই দুর্বল করে দেয় অষ্ট্রেলিয়ার লেফট হ্যান্ড জোরে বোলের মিচেল স্টার্ক। তার একের পর এক সুইং বল ভারতীয় টপ অর্ডার ব্যাটম্যানদের পরাস্ত করতে থাকে। ৮, ওভার বল করে ৫৩ রানের বিনিময়ে ৫ টি মূল্যবান উইকেট তুলে নেয় অস্ট্রেলিয়ার স্পীড স্টার মিচেল স্টার্ক
Axar Patel batting
অস্ট্রেলিয়ার ক্ষুর ধার বোলিংয়ের সামনে মাথা তুলে দাঁড়াতে যখন ব্যর্থ ভারতীয় টপ অর্ডার ব্যাটসম্যান তখন কিছুটা আশার আলো দেখাতে থাকে ভারতের অল রাউন্ডার অক্ষর প্যাটেল। ধীরে ধীরে দলের স্কোর কে বাড়াতে সাহায্য করে তার ব্যাটিং। ২৯ বলে ২৯ রান করতে সক্ষম হয় প্যাটেল। ততক্ষনে ভারতের দশম উইকেটের পরিসমাপ্তি ঘটে। ২৬ ওভারে ভারত স্কোর বোর্ডে ১০ উইকেট হারিয়ে ১১৭ রান তুলতে সক্ষম হয়। অস্ট্রেলিয়ার সামনে ১১৮ রানের লক্ষ্যমাত্রা রাখে টিম ইন্ডিয়া।