asia cup 2023, India’s squad,KL Rahul is back

Asia Cup 2023: এশিয়া কাপ ২০২৩ এর জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের পূর্ণ তালিকা প্রকাশ করলেন। ৩০ সে আগস্ট থেকে শুরু হতে চলেছে মেগা টুর্নামেন্ট। 2023 ক্রিকেট বিশ্বকাপের জন্য এই দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করে ভারতীয় ক্রিকেট বোর্ড।

ছয় দেশের এই টুর্নামেন্টে ভারতের হয়ে নেতৃত্ব দেবেন হিট ম্যান রোহিত শর্মা। রোহিতের নেতৃত্বাধীন এই শক্তিশালী দল থেকে পরের বিশ্বকাপের জন্য কম্বিনেশন সাজাতে সহায়ক হবে বলে মনে করে ক্রিকেট মহল। এদিকে জস্পৃত ভূমরাহর পেশ এবং সুইং এশিয়া কাপে নির্ণায়ক ভূমিকা রাখতে পারে যা নিয়ে আশাবাদী বিসিসিআই কর্তারা।

শ্রেয়াস আইয়ার এবং কে এল রাহুলের প্রত্যাবর্তন

asia cup 2023: নিজেদের চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন শ্রেয়াস আইয়ার এবং কে এল রাহুল। চোট কাটিয়ে এশিয়া কাপে প্রত্যাবর্তন করলেন ভারতের এই দুই অভিজ্ঞ ব্যাটার। ভারতের এই শক্তিশালী ব্যাটিং লাইনআপ যথেষ্ট প্রভাব ফেলতে পারে এশিয়া কাপে। শ্রেয়াস আইয়ার ব্যাক চোট সারিয়ে এখন সম্পূর্ণ ফিট। কে এল রাহুল আইপিএল থেকে উরুতে চোট পেয়েছিল , রাহুল ও এখন প্রস্তুত। দুজনের অস্ত্রপ্রচার সফল হয়েছে এবং দুজনকেই ট্রেনিং শেষনে দেখা গেছে।

Read Also: ভারত পাকিস্তান সহ বিশ্বকাপের ৯ ম্যাচের তারিখ পরিবর্তন

ভারতের সিনিয়র নির্বাচক কমিটির চেয়ারপার্সন অজিত আগারকার সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন শ্রেয়াস আইয়ার বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছেন। শেষ কয়দিন শোনা যাচ্ছে রাহুল নিগেল সমস্যায় রয়েছে যা তার পুরোনো চোটের সাথে কোনো সম্পর্ক নেই। আশা করা যায় রাহুল খুব দ্রুত ফিরবে, তার জায়গায় আপাতত সঞ্জু স্যামসন কে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে। রাহুল প্রথম ম্যাচে না হলেও দ্বিতীয় কিংবা তৃতীয় ম্যাচে ফিরতে পারে সূত্রের খবর অনুযায়ী।

বোলিং লাইনআপ

Asia Cup 2023 আসন্ন বিশ্বকাপের জন্য ভারতের বোলিং লাইনআপ নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক। তিনি জানিয়েছেন ভারত হার্দিক পান্ডিয়া ছাড়া চার নম্বরের বিকল্প কোনো বোলার নেই। জাস্পৃত ভূমরাহ, মহম্মদ সামি, এবং মহম্মদ সিরাজ নিশ্চিত হলেও চার নম্বর পজিশনে কে খেলবে। হয়তো এশিয়া কাপে সর্দুল ঠাকুর ও প্রসিদ্ধ কৃষ্ণান থেকে কোনো একজন কে চার নম্বরে আনা হতে পারে।

ব্যাটিং লাইনআপ

ভারতের সর্বক্ষেত্রে চার নম্বর পজিশন নিয়ে যথেষ্ট চিন্তার কারণ রয়েছে। একদিকে যেমন নিয়মিত ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার এবং কে এল রাহুল কে ফিরিয়ে আনা হয়েছে তার সাথে নতুন সংযুক্ত করা হয়েছে তরুণ ক্রিকেটার তিলক ভার্মা এবং টি টোয়েন্টি স্পেশালিস্ট সূর্য কুমার যাদবকে। তবুও আমরা বিগত ম্যাচে দেখেছি ভিন্ন ব্যাটার কে ভিন্ন পজিশনে খেলতে।

মিডিল অর্ডার :

asia cup 2023 মিডিল অর্ডার প্রসঙ্গে ক্যাপ্টেন রোহিত শর্মা জানিয়েছেন আমরা শুধু মিডিল অর্ডার নিয়ে ভাবছি না, আমাদের নজরে রয়েছে পাঁচ ছয় সাত নম্বর পজিশন ও, আসলে পাঁচ ছয় সাত শুধু মাত্র পজিশন নয় ম্যাচ জেতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হয় ব্যাটসম্যানদের। আসন্ন বিশ্বকাপের আগে আমরা আট নয়টি ম্যাচ পাচ্ছি এই জায়গা গুলি ব্যাটসম্যানরা তাদের নিজস্ব পজিশন আওতায় আনতে পারবে।

টপ অর্ডার :

চার নম্বর জায়গা নিয়ে যখন একদিকে কল্পনা ও অনিশ্চ্য়তা দেখা গেছে তখন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী এবং কিছু বিশেষজ্ঞ বলেছেন ভারতের এই চার নম্বর পজিশনে বিরাট কোহলিকে পরীক্ষা করাতে পারে। রোহিত শর্মা অবশ্য জানিয়েছেন আমরা তো আর ব্যাটিং লাইনআপ এলোমেলো করতে পারি না, আট নম্বর ব্যাটসম্যানকে ওপেন করাতে বা ওপেনারকে আট নম্বরে খেলাতে, আমরা সবসম়ই চাই ব্যাটসম্যানরা তাদের পছন্দ মতো জায়গায় ব্যাট করতে পারবে। কোনো ব্যাটসম্যানকে ভিন্ন পজিশনে খেলিয়ে সেরাটা আনা খুব কঠিন একটা কাজ, যে পাগলামি টা আমরা কেউ করতে চাই না।

এশিয়া কাপে ভারতের স্কোয়াড:

Rohit Sharma (captain),

Shubman Gill,

Virat Kohli,

Shreyas Iyer,

KL Rahul,

Suryakumar Yadav,

Tilak Varma,

Ishan Kishan,

Hardik Pandya (vice-captain),

Ravindra Jadeja,

Axar Patel,

Shardul Thakur,

Jasprit Bumrah,

Mohammed Shami,

Mohammed Siraj,

Kuldeep Yadav,

Prasidh Krishna.

reserve: Sanju Samson

Leave a Comment