T20 World Cup 2022: টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তান ১৫ জনের একটি শক্তিশালী স্কোয়াড ঘোষণা করলেন। বিশ্বকাপের জন্য দল পরিচালনার দায়িত্ব তুলে দিলেন বাবর আজমের কাঁধে। বাবরের নেতৃত্বে আগামী মাসে অস্ট্রেলিয়ায় হতে চলা বিশ্বকাপে পাকিস্তান মাঠে নামতে চলেছে। চোট সরিয়ে শাহীন আফ্রিদিকে আবার বাইস গজে দেখা যাবে।
বিশ্বকাপের দল ঘোষণার আগে শাহীন শা আফ্রিদিকে নিয়ে চিন্তায় ছিল পাক ক্রিকেট প্রেমী । অবশেষে আফ্রিদিকে রেখে দল সাজালেন পিসিবি। চোট সারিয়ে আফ্রিদি এখন পুরোপুরি সুস্থ। শ্রীলঙ্কায় খেলতে গিয়ে হাঁটুতে চোট পায় শাহীন । এশিয়া কাপে তাকে দলে রাখা হলেও খেলানো হয় নি। চিকিৎসার জন্য আফ্রিদিকে পাঠানো হয় লন্ডনে। চোট কাটিয়ে আফ্রিদি এখন পুরো দমে জিমে সময় কাটাচ্ছেন।
এদিকে সদ্য সমাপ্ত হওয়া এশিয়া কাপে অভিষেক হয়েছিল নাসিম শাহের । এশিয়া কাপে তার অনবদ্য পারফরম্যান্সের কারণে বিশ্বকাপে তার জায়গা করে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পিসিবি কর্তারা জানান এশিয়া কাপের দল থেকে কিছু পরিবর্তন করা হয়েছে। ফকর জামান কে বিশ্বকাপে রাখা হয় নি, অভিজ্ঞ অলরাউন্ডার সোয়েব মালিক ও জায়গা পায় নি। যদিও সিলেকশন কমিটি জানান আমরা সবদিক ভেবে সঠিক কম্বিনেশন করে দল ঘোষণা করেছি। সাদাব খানকে সহ অধিনায়ক এর দায়িত্ব দেওয়া হয়েছে।
পাকিস্তান স্কোয়াড :
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দল:
বাবর আজম (অধিনায়ক)
শাদাব খান (সহ-অধিনায়ক)
আসিফ আসি
হায়দার আলি
হ্যারিস রউফ
খুশদিল শাহ
মহম্মদ হাসনাইন,
শাহিন আফ্রিদি
India win T20 world cup 2022