Rajat Patidar Profile, Biography IPL Career

Rajat Patidar যিনি একজন ভারতীয় ক্রিকেটার , জন্ম গ্রহণ করেন ভারতের মধ্যপ্রদেশে ইনডোর শহরে, 1993 সালে 1st জুন। রজত পতিদারের ক্রিকেট অভিষেক হয়েছিল 2015 সালে Baroda vs Madhya Pradesh ম্যাচ এর মধ্যে দিয়ে।

Domestic ক্রিকেটে রজতের পথ চলা শুরু হয় মধ্যপ্রদেশের হয়ে। রজত পতিদার বিধ্বংসী ব্যাটিং পারফরম্যান্সের জেরে আইপিএলে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু টিমে জায়গা করে নিয়েছে।

Profile

FULL NAMERajat Manohar Patidar
DATE OF BIRTH1 June 1993
BIRTHPLACE Indore, Madhya Pradesh, India.
NATIONALITYIndian
PROFESSIONCricketer
ROLEBatsman
HEIGHT5′ 7″ 170cm (approx)
BATTING STYLE Right handed bat
BOWLING STYLE Right arm off-break

Domestic cricket

রজত পতিদার ভারতের একজন professional cricketer . ব্যাটসম্যান হিসাবে নামডাক থাকলেও রজত একসময় স্পিন বল করতেন। অসাধারণ বোলিংয়ের কারণে রজত জুনিয়র ক্রিকেটে সুযোগ হয়।

রজত পাতিদার কোনো age group cricket খেলে নি। ঘরোয়া ক্রিকেট মধ্যপ্রদেশের হয়ে খেলেন রজত। রজত পাতিদার তার প্রথম অভিষেক হয় মধ্যপ্রদেশের হয়ে 2015 সালে। অভিষেক ম্যাচে প্রথম ইনিংসে 60 রান করে এবং দ্বিতীয় ইনিংসে 100 করে নির্বাচকদের নজরে চলে আসে।

2018-19 সেশনে রজত ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করে। প্রায় 36 টির মতো ম্যাচ খেলেছেন, রান রয়েছে 2300 হাজারের কাছাকাছি। সর্বোচ্চ স্কোর ছিল 196 ,6 টি সেঞ্চুরির সাথে রয়েছে 12 টি হাফ সেঞ্চুরি।

রজত পতিদারের ঘরোয়া ক্রিকেটে টুয়েন্টি টুয়েন্টি debut হয় সায়েদ মুস্তাক আলী ট্রফি তে । ফার্স্ট ম্যাচে তার রান ছিল 26 বলে 38 রানের একটি দুর্ধর্ষ ইনিংস। বড়ো বড়ো শট খেলতেও রজত পারদর্শী।

টুয়েন্টি টুয়েন্টি ফরমেটে রজত 27 টি ম্যাচে রান রয়েছে 780 রানের উপর( 2019-20). সর্বোচ্চ রান 96. তার ব্যাটিং দক্ষতার কারণে ডাক পায় দিলীপ ট্রফিতে ইন্ডিয়া ব্লু টিমে খেলার জন্য।

রজত পতিদারের রঞ্জি পারফরম্যান্স তার ক্রিকেট ক্যারিয়ারের গতি বাড়াতে সাহায্য করে।

IPL Career

ঘরোয়া ক্রিকেটে নিজের সেরা পারফরম্যান্স তুলে ধরায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সুযোগ পেতে কোনো অসুবিধা হয় নি। 2020 সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলামে রজত পতিদারের নাম ঘোষণা করা হয়। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাকে নিলাম থেকে 20 লাখ টাকা খরচ করে দলে নিযুক্ত করে।

RCB তে যোগ দিয়ে রজত জানান , ব্যাঙ্গালোর ফ্র্যাঞ্চাইজিতে খেলার সুযোগ পেয়ে আমি খুব খুশি। বিরাট কোহলি আমার সেরা পছন্দের একজন খেলোয়াড়। বিরাট কোহলির নেতৃত্বে খেলা আমার কাছে গর্বের বিষয়।

রজত পতিদারের আইপিএল অভিষেক হয় 2021 সালে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের মধ্যে দিয়ে। অভিষেক ম্যাচে রজত মাত্র 8 বলে 8 রান করে আউট হয়। শুরুটা ভালো না হলেও রজত ধীরে ধীরে নিজেকে শুদ্ধিকরণ করতে থাকে। এবং নিজের ফর্মকে আরও উন্নতি করতে থাকে।

ব্যাঙ্গালোরের সাথে গুজরাট টাইটানস ম্যাচে রজতের একটি পারফরম্যান্স তার ক্রিকেটকে আরও উন্নতি করেছিল। মাত্র 23 বলে 38 রানের একটি ঝকঝকে ইনিংস খেলে । তখন থেকেই তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। নির্বাচকরা যথারীতি তার উপর ফোকাস করতে থাকে।

আইপিএল 2022 মেগা নিলামে দুর্ভাগ্যক্রমে অবিক্রিত থেকে যায় রজত পতিদার। পরিবর্ত খেলোয়াড় হিসেবে পরে দলে নেয় আরসিবি।

IPL 2022 এলিমিনেটর ম্যাচে খেলতে নামে RCB vs LSG সেই ম্যাচে রজতের দুরন্ত সেঞ্চুরি ব্যাঙ্গালোরকে ফাইনালে ওঠার জন্য এক ধাপ এগিয়ে দেয়। কলকাতা ইডেন গার্ডেন ময়দানে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে বিরাট কোহলি যখন আউট হয়ে মাঠ ছাড়েন, ঠিক তখনই সেখান থেকে শুরু করে রজত পাতিদার। Unsold player রজত পাতিদার মাত্র 54 বলে 112* রানের নট আউট ইনিংস খেলেন। এটাই তার আইপিএলে এপর্যন্ত সর্বোচ্চ রান।

Leave a Comment