Robin Uthappa: একদিকে যখন ক্রিকেট বিশ্বকাপের অপেক্ষায় দিন গুনছে গোটা ক্রিকেট বিশ্ব, ঠিক তখনই ভারতীয় ক্রিকেট প্রেমীদের শুনতে হলো এক বিরাট দুঃসংবাদ। ক্রিকেটের সমস্ত ফরমেট থেকে সরে দাঁড়ালেন ভারতীয় লেজেন্ড রবিন উথাপ্পা।
১৪ ই সেপ্টেম্বর বুধবার রাতে টুইট করে জানিয়ে দেন দীর্ঘ ২০ বছরের ক্রিকেট জীবন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ভারতীয় জার্সি গায়ে পরে খেলা সত্যি আমার কাছে এক গর্বের বিষয়। অনেক চড়াই উৎরাই এর মধ্যে দিয়ে আন্তর্জাতিক কেরিয়ার শেষ করলাম। সবার মধ্যে এমন এক অভিজ্ঞতা রয়েছে। সব ভালোর শেষ থাকে, আমার জন্য ও ঠিক একই। তাই নিজেকে সরিয়ে নিয়ে পরিবারের সাথে সময় কাটাতে চাই।
It has been my greatest honour to represent my country and my state, Karnataka. However, all good things must come to an end, and with a grateful heart, I have decided to retire from all forms of Indian cricket.
— Robin Aiyuda Uthappa (@robbieuthappa) September 14, 2022
Thank you all ❤️ pic.twitter.com/GvWrIx2NRs
Under 19 world cup ২০০৪ ভারত যখন বিশ্বকাপ জিতেছিল রবিন উথাপ্পা ছিল তারই এক গুরুত্বপূর্ণ সদস্য। ভারতের এই ডানহাতি ব্যাটসম্যান জাতীয় দলের হয়ে ৪৬ টি একদিনের ম্যাচ খেলেছেন, ১৩ টি টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ধোনির নেতৃত্বে ভারত ২০০৭ সালে টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল , উথাপ্পা ছিল ওই দলের অন্যতম খেলোয়াড় এবং অনবদ্য পারফরম্যান্স করেছিলেন।
আইপিএল প্ল্যাটফর্ম
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ রবিন উথাপ্পার ক্রিকেট জার্নিকে আরো সহজ করে দেয়। দুবার চ্যাম্পিয়ন দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিল রবিন উথাপ্পা। আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তার পথ চলা শুরু হয়। ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্সের শিবিরে যোগ দেন। সেই বছর দল চ্যাম্পিয়ন হওয়ার পিছনে তার পরিশ্রম ছিল চোখে পড়ার মতো। তারপর ২০২১ সালে চেন্নাই সুপার কিংসের চ্যাম্পিয়ন দলের সদস্য ছিল রবিন উথাপ্পা। উথাপ্পা আইপিএলে মোট ৬ টি দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন, মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, পুনে ওয়ারিয়র্স, ব্যাঙ্গালোর, রাজস্থান, চেন্নাই সুপার কিংস। আইপিএলে তার ম্যাচ সংখ্যা ২০৫, রান করেছে ৫ হাজারের উপর। রবিন উথাপ্পা কে সবাই হাড় হিটার ব্যাটসম্যান হিসাবে চিনে।
Lekhata darun hoe6e……
Welcome