Shaheen afridi out of Asia Cup ; Knee injury

Shaheen afridi image

আসন্ন এশিয়া কাপের আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। ইতিম্যেই প্রতিটি দেশ তাদের স্কোয়াড ঘোষণা করেছেন । এরই মধ্যে বাবর ব্রিগেডে চিন্তা বাড়লো। PCB থেকে ঘোষনা করা হয় তাদের স্কোয়াড থেকে ছিটকে গেলেন লেফট হ্যান্ড ফাস্ট বোলার Shaheen afridi। হাঁটুতে চোটের জন্য এশিয়া কাপ তথা নভেম্বরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সাত ম্যাচের টি টোয়েন্টি পাবে না পাকিস্তানের এই স্পীড স্টারকে।

গত মাসে শ্রীলঙ্কায় খেলতে গিয়ে চোট পায় আফ্রিদি , এশিয়া কাপের জন্য বাড়তি ঝুঁকি না নিয়ে নেদারল্যান্ডের বিপক্ষে মাত্র একটি ম্যাচ খেলায় বাবর । এশিয়া কাপে আফ্রিদির না থাকার খবর প্রকাশ হতেই কিছুটা চাপে পড়ে যায় বাবর ব্রিগেড । টুইট করে আফ্রিদি জানায় ক্রিকেট পাকিস্তানের টিমের জন্য দোয়া থাকলো , ক্রিকেট বন্ধুরা আমার জন্য দোয়া করো আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো।

Shaheen afridi tweet image

পাকিস্তানের সহ অধিনায়ক সাদাব খান জানান আফ্রিদি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়, নিঃসন্দেহে ওকে আমরা মিস করবো। এটা আমাদের কাছে খুবই দুর্ভাগ্যের যে ওকে আমরা এশিয়া কাপে পাবো না। আমি আশা করব সামনের সিরিজে অকে আমরা পাবো। আমরা আরো আক্রমণাত্মক ক্রিকেট খেলবো , আমরা কখনোই দুর্বল হবো না যে কোনো দলের কাছে। Asia Cup 2022

PCB জানান আফ্রিদি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, অক্টোবরে নিউজিল্যান্ড সিরিজ এবং ত্রিদেশীয় সিরিজের আগে আফ্রিদিকে পেয়ে যাবো।

পাকিস্তানের চিফ মেডিক্যাল অফিসার ডক্টর নজিবুল্লাহ সুমরও জানান আমরা আফ্রিদির সঙ্গে কথা বলেছিলাম, শাহীন খুব চিন্তার মধ্যে রয়েছে, ও খুব সাহসী ছেলে আরো শক্তিশালী হয়ে মাঠে ফিরবে।

এশিয়া কাপে আফ্রিদি না থাকলেও সামনের টি টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিদিকে নিয়ে আশাবাদী ক্রিকেট পাকিস্তান।

Leave a Comment