
Name Shubham Gill
Born September 08,1999 Firozpur,Punjab
Teams Punjab, india U19,india A, India.
Bat Right handed bat
Bowl Right arm offbreak
Profile
শুভমান গিল বর্তমান ভরতের একজন প্রতিভাবান খেলোয়াড়, পাঞ্জাবের ফিরোজপুর প্রদেশে তার জন্ম। ছোটো বেলা থেকে তার পছন্দের খেলা ক্রিকেট। বাবার হাত ধরে মোহালিতে এসে তার ক্রিকেট জীবন শুরু করে এবং পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন এ যোগদান করেন।
২০১৭ সালে পাঞ্জাবের হয়ে শুভমান গিলের অভিষেক হয়,দারুন ব্যাটিং পারফরম্যান্স এর পরে রঞ্জি ট্রফিতে সুযোগ হয়ে ওঠে। অভিষেক হওয়ার পর ৬৭ রানের এবং সেঞ্চুরি সহ চিত্তাকর্ষক ইনিংস খেলেন।
এই ইনিংসের উপর ভর করেই U19 এ ডাক পেয়ে যায় শুভমণ গিল। ২০১৮ সালে আইসিসি U19 বিশ্বকাপে ১০৪ স্ট্রাইক রেটে ৪০০ এর উপরে রান করেছে, এখান থেকেই তাকে আর ফিরে তাকাতে হয়নি। ৩নম্বর পজিসনে ব্যাট করে চতুর্থ বিশ্ব শিরোপা অর্জন করে। এছাড়াও ওই টুর্নামেন্টে প্লেয়ার অফ দা টুর্নামেন্ট হয় ।
২০১৮ সালে সুভমান গীলের আইপিএল কেরিয়ার শুরু হয়। কলকাতা নাইট রাইডার্স তাকে ১.৮ কোটি মূল্য দিয়ে নিলাম থেকে তুলে নেয়। ২০২২ মেগা নিলামে গিল কলকাতা ছেড়ে গুজরাটে মোটা অঙ্কের বিনিময় যোগদান করেন।
২০১৬ সালে পাঞ্জাবের বিজয় হাজারে ট্রফি এবং ২০১৭ সালে রঞ্জি ট্রফিতে অভিষেক হয়। প্রথম হাফ সেঞ্চুরি এবং সেঞ্চুরি করে সবার নজরে আছে , শুবমন গিল তার ক্রিকেট জীবনে এক ধাপ এগিয়ে যায়।
২০১৮-১৯ সালে শুভমাণ নিজের শক্তিশালী ব্যাটিং প্রদর্শন করে নিজেকে ধীরে ধীরে সিনিয়র ক্রিকেটার হিসেবে রূপান্তরিত করে। তারপর নিউজিল্যান্ড সিরিজের জন্য সিনিয়র ক্রিকেটার হিসাবে শুভমান গিল ডাক পায় । নিউজিল্যান্ড সিরিজের মধ্যে দিয়ে আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেন সুভমাণ গিল ।
নিউজিল্যান্ড বিশ্বকাপ থেকে ফিরে গিল বিজয় হাজারে ট্রফিতে যোগ দেন এবং পাঞ্জাবের প্রতিনিধিত্ব করেন।কর্ণাটকের বিরুদ্ধে একটি ম্যাচ জয়ী ১২৩ রান করে।
সুভমান গিল অস্ট্রেলিয়া বিরুদ্ধে টেস্ট ক্যাপ পান । চতুর্থ টেস্টে ৯১ রানের ইনিংস খেলেন, সেই ইনিংসে ভর করে ভারত ম্যাচ জয়ী হয় ।
সুভমান গিল তার ব্যাটিং দক্ষতা ভারতকে ভবিষ্যতের স্বপ্ন দেখায়। সুভমান গিল এর মত ব্যাটসম্যানের দক্ষতা এবং কঠোর পরিশ্রম যেকোনো দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ।