T20 World Cup 2022: শাহীন আফ্রিদির ক্লাস নিলেন মাস্টার মহম্মদ সামি

T20 World Cup 2022 : একেই বলে ক্রিকেটের গুরু শিষ্য। ১৭ ই অক্টোবর ব্রিসবেনে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ ছিল ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে, ওইদিন আর একটি ম্যাচ ছিল পাকিস্তান এবং ইংল্যান্ডের মধ্যে।

প্র্যাকটিস সেশন চলা কালীন দেখা হয় যায় দুই চিরো প্রতিদ্বন্দ্বী ভারত পাক খেলোয়াড়দের মধ্যে। একে অপরের সঙ্গে কিছুক্ষন গল্প আড্ডা চলে। শাহিন আফ্রিদি মহম্মদ সামিকে দেখতে পেয়ে কাছে এগিয়ে যায় কিছু পরামর্শ নেওয়ার জন্য।

হাঁটুতে চোটের কারণে কিছুদিন ক্রিকেটের বাইরে ছিলেন পাকিস্তানি জোরে বোলার আফ্রিদি।এমনকি এশিয়া কাপেও তাকে খেলতে দেখা যায় নি। পিসিবি সূত্র থেকে জানা যায় আফ্রিদির লন্ডনে চিকিৎসা চলছিল। চোট সরিয়ে শাহিন আবার বাইস গজে ফিরেছেন।

শাহীন আফ্রিদির দলে ফেরা পাকিস্তানের কাছে এক বাড়তি পাওয়া। দলের সাথে রয়েছেন শাহীন, এবং পুরোদমে অনুশীলন করছেন। ভারতের অভিজ্ঞ বোলার মহম্মদ সামিকে দেখতে পেয়ে শাহীন এগিয়ে আসে। দুজনের মধ্যে চলে কিছুক্ষন আলাপচারিতা। আফ্রিদি জানতে চায় তিনি কেমন আছেন,একই প্রশ্ন সামি ও তাকে করে।শাহীন এর চোট সম্পর্কে জানতে চায় সামি শাহীন বলেন আমি এখন ফিট রয়েছি।

T20 World Cup 2022 লেফট হ্যান্ড বোলার হিসেবে সিম পজিশন কেমন রাখতে হয় শাহীন জানতে চায়। মহম্মদ সামি তার নিজের বাম হাতে বল নিয়ে সব ধরনের পরামর্শ দিতে থাকে শাহীন আফ্রিদিকে। আফ্রিদি মনোযোগ সহকারে সামির সব পরামর্শ শুনতে থাকে। সামি আরও বলেন গতির সাথে সাথে সিম ও যেনো ঠিক থাকে।

আগামী ২৩ সে অক্টোবর দুই দেশের মধ্যে খেলা রয়েছে। তার আগেই মহম্মদ সামির টিপস শাহীনকে নিঃসন্দেহে আর ও একধাপ এগিয়ে রাখবে। বিশ্বকাপের মূল পর্বের খেলার আগে দুই দল আরও একটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে। ভারত খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে, পাকিস্তান খেলবে আফগানিস্তানের বিপক্ষে।

প্রথম প্রস্তুতি ম্যাচে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে ম্যাচ জিতলেও পাকিস্তান ইংল্যান্ডের কাছে হেরে যায়। ২৩ অক্টোবর ভারত পাক দ্বৈরথ খেলা দেখার জন্য মুখিয়ে রয়েছে দুই দেশের ক্রিকেট প্রেমী তথা ক্রিকেট বিশ্ব।

বিশ্ব ক্রিকেটের সমস্ত খবর পেতে , লাইভ আপডেট পেতে আমাদের পেজটির সাথে থাকুন। আমাদের ফেসবুক পেজ, টুইটার এর সাথে থাকুন। আমরা প্রতি নিয়ত ক্রিকেটের সমস্ত লেটেস্ট আপডেট আপনাদের কাছে তুলে ধরবো।

Leave a Comment