T20 World Cup 2022: Indian Squad Announce

Indian Squad অবশেষে আজ ১২ ই সেপ্টেম্বর বিসিসিআই বিশ্বকাপের জন্য ভারতের শক্তিশালী দল ঘোষণা করলেন। রোহিত শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের বিশেষ দল আগামী মাসে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া পাঠাচ্ছে বিসিসিআই। খুব বেশি পরিবর্তন না থাকলেও বুমরাহ, সামির প্রত্যাবর্তনে দলটি বেশ শক্তিশালী দেখাচ্ছে।

যদিও চোট কাটিয়ে বুমরাহ মূল স্কোয়াডে জায়গা করে নিয়েছে কিন্তু বিশ্বকাপে মহম্মদ সামিকে স্ট্যান্ড বাই প্লেয়ার হিসাবে রাখা হয়েছে।

এশিয়া কাপে সপ্ন ভঙ্গের পর বিসিসিআই এর পাখির চোখ এখন টি টোয়েন্টি বিশ্বকাপ। বোলিং বিভাগ নিয়ে যথেষ্ট আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড। যসপ্রীত বুমরাহ যোগ দেওয়ায় বোলিং বিভাগ নিয়ে অনেকটা চাপ মুক্ত থাকবে রোহিত ব্রিগেড, এমনটাই আশা করছে ক্রিকেট বিশেষজ্ঞ। T20 World Cup 2022

স্ট্যান্ড বাই হিসাবে থাকতে চলেছে শ্রেয়াস আইয়ার, দীপক চাহার, রবি বিষ্ণই। এশিয়া কাপে মূল স্কোয়াডে বিষ্ণই থাকলেও বিশ্বকাপে রিজার্ভ বেঞ্চে বসতে হবে। কম্বিশনের কারণে বিষ্ণই কে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে।

ক্রিকেট প্রেমীদের কাছে একটা দুঃসংবাদ থাকছে, আগামী বিশ্বকাপে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে পাচ্ছে না টিম ইন্ডিয়া। এশিয়া কাপে চোটের কারণে ছিটকে যায় স্যার জাদেজা । প্রধান কোচ রাহুল দ্রাবিড় জানান চোট তেমন গুরুতর নয় বিশ্বকাপের আগে মাঠে ফিরবে এমনই আসা করছিল রাহুল দ্রাবিড়। আজ দল ঘোষণা হওয়ার পর জানা যায় জাদেজাকে ছাড়াই খেলতে হবে রোহিতদের ।

ভারতীয় স্কোয়াড

T20 World Cup 2022 এর জন্য ভারতীয় দল ঘোষণা। দেখে নেবো কারা থাকছে মূল স্কোয়াডে কারা থাকছে রিজার্ভ বেঞ্চে।

মুল স্কোয়াড

রোহিত শর্মা (C), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, দীপক হুডা, রীসভ পান্থ (W), দীনেশ কার্তিক (W), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন আশ্বিন, জুজবেন্দ্র চাহ্যাল, অক্ষর প্যাটেল, যসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হার্শেল প্যাটেল, আর্ষদিপ সিং

স্ট্যান্ডবাই

মহম্মদ সামী, দীপক চ্যহার, রবী বিষ্ণই, শ্রেয়াস আইয়ার

দেশ বিদেশের সমস্ত ক্রিকেট খবর পেতে আমাদের চ্যানেলটি কে ফলো করুন। নতুন নতুন খেলার খবর আপনাদের কাছে তুলে ধরতে আমরা বদ্ধপরিকর।

Leave a Comment