Umran Malik from the winter capital city of Jammu and Kashmir. As Indian cricketer born 22 November 1999. He made his international debut in June 2022 against Ireland.
Profile
Umran Malik ভারতের একজন দ্রুতগতির ফাস্ট বোলার। বোলিং গোতির কারণে ভারতের একজন নির্ভরযোগ্য পেসার হিসাবে উঠে আসা।
NAME | Umran Malik |
DOB | 22 November -1999 |
BIRTH PLACE | Gujjar Nagar, Jammu and Kashmir, India |
FATHER NAME | Abdul Rashid Malik |
HEIGHT | 5′ 9″ (180cm) Approx |
BOWL STYLE | Right arm fast |
BATTING STYLE | Right handed |
ROLE | Bowler |
SPORTS | Cricket 🏏 |
NATIONALITY | Indian🇮🇳 |
RELIGION | Islam |
JERSEY NO👕 | 24 |
EDUCATIONAL QUALIFICATIONS | 10 Class |
DOMESTIC SIDE | Jammu and Kashmir, India A, Sunrisers Hyderabad |
INTERNATIONAL SIDE | India (2022) |
Biography:
ভারতের দ্রুত গতির বোলার হিসেবে উমরান মালিকের নাম যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ভারতের এই ডানহাতি জোরে বোলার তার বোলিং গতির জন্য বিখ্যাত। 22 বছরের এই পেসার ভারতের রাজ্য জম্মু কাশ্মীরের গুজ্জর নগরের স্থায়ী বাসিন্দা।বাবা আবদুল রশিদ খান পেশায় একজন ফল বিক্রেতা। পরিবারের অভাব কখনোই তার ক্রিকেটের সপ্ন নষ্ট হতে দেয় নি। উমরান মালিক এর জন্ম 22 নভেম্বর 1999 সালে। বাবার সহযোগিতায় উমরান স্থানীয় ক্রিকেট ক্লাবে যোগ দেয় পরিপূর্ণ ক্রিকেট অনুশীলনে। শুরুতেই তার বলের গতি ছিল চমকে দেওয়ার মতো।রীতিমত ব্যাটসম্যানদের একের পর এক পরাস্ত করতে থাকে।
পরিপূর্ণ ট্রায়াল এর পর তার সুযোগ আসে অনূর্ধ্ব 23 এর জন্য। পরে পরে মুস্তাক আলী ট্রফি এবং বিজয় হাজারে ট্রফিতে সুযোগ হয়ে ওঠে। ঘরোয়া লিগে তার পারফরম্যান্স ও ছিল অসাধারণ। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে ও ছিল সমান পারদর্শী। ব্যাট হাতেও উমরান তার পারফরম্যান্স দেখিয়েছে। শুরুতে যদিওবা ব্যাট নিয়ে ভাবনাচিন্তা থাকলেও পরে বোলিং কে সঙ্গী করে এগোতে চাইছেন উমরান।
IPL Career:
উমরান মালিকের আইপিএল পথ চলা শুরু হয় 2021 সালে নেট বোলিংয়ের মধ্য দিয়ে। জম্মু কাশ্মীরের খেলোয়াড় আব্দুল সামাদ উমরান মালিকের উপর যথেষ্ট নজর ছিল, সামাদ আইপিএল ফ্র্যাঞ্চাইজির সানরাইজার্স হায়দ্রাবাদ এর একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, সামাদ এস আর এইচ এর মেন্টর ভি ভি এস লক্ষ্মণ কে উমরানের বিষয়ে অবগত করেন। লক্ষ্মণ উমরানকে হায়দ্রাবাদের নেট বোলার হিসাবে নিয়োগ করে।
উমরান মালিক ক্যারিয়ার যেনো হাই স্পীড গতিতে এগোতে থাকে। নেট প্র্যাকটিস সেশনে তার আগুন ঝরা বোলিং টিম ম্যানেজমেন্টদের মন জয় করে নেয় । অস্ট্রেলিয়ার মারমুখি ওপেনার ডেভিড ওয়ারনারকে নেট সেশনে যথারীতি একের পর এক ডেলিভারিতে পরাস্ত করতে থাকে।
নটরাজনের অনুপস্থিতিতে কলকাতা নাইট রাইডারস এর বিপক্ষে উমরানের অভিষেক হয় । 4 ওভার বল করে 27 রান খরচ করে জার বলের সর্বচ্চ গতি ছিল 156 কিমি পার ঘণ্টা। 2022 সালে তার তাকে দলে রেখে সেরা একাদশ সাজানো হয়, এবং তার ফর্ম ও ছিল প্রত্যাশা মতো। গুজরাট টাইটানস এর বিপক্ষে যখন খেলতে নামে অসাধারণ পারফরম্যান্স করে। 4 ওভারে মাত্র 25 রান দিয়ে 5 টি উইকেট তুলে নেয়। এটা ছিল এপর্যন্ত আইপিএল ইতিহাসের মালিকের সেরা ইনিংস।