Warm up match IND vs AUS: এক ওভারে নিজের গুরুত্ব বোঝালেন মহম্মদ সামী

T20 World Cup 2022: আজ সোমবার ব্রিসবেনে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে নামে ভারত আর পাকিস্তান। প্রথম ম্যাচে ভারত ৬ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়।

Jasprit Bumrah চোটের কারণে না থাকায় তার পরিবর্ত খেলোয়াড় হিসেবে Mohammad shami কে দলে রাখা হয়। Mohammad shami তার অসাধারণ বোলিং ভারতকে ম্যাচ জিততে সাহায্য করে।

IND vs AUS ভারত অস্ট্রেলিয়া প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামে অস্ট্রেলিয়ার ব্রিসবেন স্টেডিয়ামে। ভারত প্রথমে ব্যাট করে ১৮৬ রান তুলতে সক্ষম হয়। ১৮৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে অস্ট্রেলিয়া ব্যাট করতে নামে। শুরু থেকে প্রায় শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ম্যাচ তাদের দিকে রাখলেও মহম্মদ সামির শেষ ওভারে অস্ট্রেলিয়াকে হার শিকার করতে হয়। শেষ ওভারে যখন বাকি থাকে অস্ট্রেলিয়াকে জিততে হলে করতে হবে ৬ বলে ১১ রান। মহম্মদ সামি তার ওই শেষ ওভারে মাত্র ৪ রান খরচ করে ৪ টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেয়। অস্ট্রেলিয়াকে ১৮০ রান করে থেমে যেতে হয়।

T20 World Cup 2022 ভারত শুরুতেই কোনো উইকেট না হারিয়ে ৬৯ রান তুলে। লোয়ার অর্ডারে খারাপ খেলার কারণে ভারতকে ১৮৬ রানে সন্তুষ্ট থাকতে হয়। ভারতের হয়ে লোকেশ রাহুল এবং সূর্য কুমার যাদব হাফ সেঞ্চুরি করে।

অস্ট্রেলিয়া ১৮৭ রানের লক্ষ্যমাত্রা তারা করতে নেমে শুরু থেকেই ভারতের বোলারদের যথারীতি আক্রমণ করতে থাকে। ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ দুরন্ত ব্যাটিং করে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যায়। কিন্তু শেষ ওভারে মহম্মদ সামির দুরন্ত বোলিংয়ের কারণে অস্ট্রেলিয়া ৬ রান বাকি থাকতে অল আউট হয়ে যায়।

ম্যাচ শেষে ক্যাপ্টেন Rohit Sharma বলেন আমাদের ব্যাটিং যথেষ্ট ভালো হয়েছে। আমাদের উচিত ছিল আরো ১০ থেকে ১৫ রান যোগ করা।

Leave a Comment